দেশজুড়ে

কাপাসিয়ায় তিন ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা

  প্রতিনিধি ৭ জুন ২০২০ , ৮:৩৫:২৫ প্রিন্ট সংস্করণ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : কাপাসিয়া বাজারে জীবানুনাশক স্যাভলনের সাথে স্যাভলন সাবান কিনতে বাধ্য করার অপরাধে রোববার তিন ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, সম্প্রতি করোনা জনিত সংকটকালে জীবানু নাশকের ব্যাপক চাহিদা বৃদ্ধি পাওয়ায় কাপাসিয়া উপজেলার .সি.আই (স্যাভলনের) পরিবেশক রুপম চন্দ্র দাস খুচরা বিক্রেতা ক্রেতাদের শত এম.এল স্যাভলনের সাথে ১২ টি এবং লিটার স্যাভলনের সাথে ২৪ টি স্যাভলন সাবান কিনতে বাধ্য করছিলেন। ফলে বাজারে স্যাভলনের কৃত্রিম সংকট সৃষ্টি হয়। রোববার ভ্রাম্যমাণ আদালদ পরিচালনা করে বিষয়টির সত্যতা পেয়ে রুপম চন্দ্র দাসকে ৫০ হাজার টাকা এবং একই অপরাধে দুই ব্যবসায়ী চন্দন কুমার সাহা মন্ট ুদাসকে হাজার টাকা করে জরিমানা করা হয়।

বিষয়ে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা জানান, তিনি .সি.আই কতৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছেন কোম্পানির ধরণের কোনো নিয়ম বা বাধ্যবাধকতা নেই। ফলে অনিয়মের কারণে তিন ব্যবসায়ীকে আর্থিক দন্ড প্রদান করেন।

আরও খবর

Sponsered content

Powered by