চট্টগ্রাম

কাভার্ডভ্যানের চাপায় সড়কে প্রাণ গেল চালকের

  প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৩ , ৫:৫৯:২০ প্রিন্ট সংস্করণ

কাভার্ডভ্যানের চাপায় সড়কে প্রাণ গেল চালকের

কুমিল্লার দেবিদ্বারে কাভার্ডভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোঃ নজরুল ইসলাম (৫৫) নামের মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। 

রোবাবার (১৭ ডিসেম্বর) কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে দেবিদ্বার পৌর এলাকার বারেরা মহিলা মাদ্রাসার সামনে এ দূর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহত মোটর সাইকেল চালক নজরুল ইসলাম (৫৫) দেবিদ্বার উপজেলার শিবনগর গ্রামের মৃত জহিরুল ইসলাম (ঝাড়ু ড্রাইভার) এর বড় ছেলে। তিনি পেশায় রড- সিমেন্ট ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও নিহতের ছোট ভাই মনির আহমেদ জানান, প্রচন্ড কুয়াশাচ্ছন্ন থাকায় দেবিদ্বার পৌর এলাকার বারেরা মহিলা মাদ্রাসার সামনে কুমিল্লাগামী কাভার্ড ভ্যান ও দেবিদ্বারগামী মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ওই দূর্ঘটনা ঘটে এবং মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হন।

রোববার ভোরে নজরুল ইসলাম দেবিদ্বার দিনমজুর হাটে আসেন। এখানে পছন্দের দিনমজুর না পাওয়ায়, ময়নামতি শ্রমিক হাট থেকে ২ শ্রমিককে বাসে তুলে দিয়ে তাদের দেবিদ্বার থানা গেইটের সামনে অবস্থান করতে বলেন। নজরুল ইসলাম মোটর সাইকেলে আসার পথে ওই দূর্ঘটনায় নিহত হন। নিহত নজরুল ইসলাম পারিবারিক ভাবে ২ মেয়ে ২ ছেলে সন্তানের জনক ছিলেন।

এ ব্যপারে মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মঞ্জুর আফসার দূর্ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। দূর্ঘটনায় কবলিত পিকাপভ্যান ও মোটর সাইকেলটি জব্ধ করা হয়েছে।

ই-মেইলে সড়ক দূর্ঘটনায় নিহত নজরুল ইসলামের ফাইল ছবি এবং দূর্ঘটনাস্থলে কভার্ড ভ্যান ও মোটর সাইকেলেরছবি আছে।

আরও খবর

Sponsered content

Powered by