ঢাকা

কালিহাতী পৌরসভার পাকা রাস্তা নদীর গর্ভে বিলীন

  প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২১ , ৩:৫৬:৫৪ প্রিন্ট সংস্করণ

আতোয়ার রহমান, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার পাকা রাস্তা নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে। একটি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ও বশত:বাড়ি হুমকীর সম্মুখীন হয়ে দাড়িয়েছে। স্বরজমিনে ঘুরে দেখা যায় কালিহাতী পৌরসভার মেঘাখালী ব্রিজের পাড় থেকে পশ্চিম পাশ দিয়ে দক্ষিণ দিকে প্রায় ২/৩ কিলোমিটার পাকা রাস্তার পাশে অনেক বসতবাড়ি  ও দুটি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

প্রতিদিন ওই রাস্তা দিয়ে ছাত্র-ছাত্রী, ছোট খাট যানবাহন এবং হাজারো মানুষ পা পথে যাতায়ত করে থাকে। রাস্তাটি নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ার ফলে মানুষ ও যানবাহন চলাচলে ব্যাপক বিঘœ ঘটছে। স্থানীয় যথাযথ কর্তৃপক্ষ রাস্তাটি মেরামত করার কোন প্রকার ব্যবস্থা নিচ্ছে কিনা এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

গত বর্ষার মৌসুমে বসবাসকারী এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভাঙা রোধ করার চেষ্টা করলেও ভাঙন প্রতিরোধ করতে পারেনি। শীতের মৌসুমে রাস্তাটি পুন:নির্মান অথবা সংস্কার না করলে আগামী বর্ষা মৌসুমে বাড়ি-ঘর ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো নদীর অতল গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বৃহত্তর জনগোষ্ঠীর যোগাযোগের রাস্তাটি দৃঢ়ভাবে সংস্কার করার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরও খবর

Sponsered content

Powered by