ঢাকা

কৃষকের আলুক্ষেত তছনছ, থানায় যাওয়া ঠেকাতে ধারাল অস্ত্র হাতে রাস্তায় যুবক

  প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২১ , ১২:১০:৪০ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ
ঢাকার ধামরাইয়ে রাতের আঁধারে এক সংখ্যালঘু পরিবারের এক বিঘা জমির বীজ আলু  দুর্বৃত্তরা উঠিয়ে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক বিবেকানন্দ দাস থানায় যাওয়ার প্রস্তুতি নিলে ফারুক হোসেন নামে এক যুবক ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে ফারুক পালিয়ে যান। পরে বিবেকানন্দ থানায় গিয়ে অভিযোগ করেন। এদিকে পাল্টা অভিযোগ করেন ফারুক হোসেন। ঘটনাটি ঘটেছে উপজেলার কুশুরা ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায়।

সরেজিমনে গিয়ে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, বিবেকানন্দ দাস তার ৩৩ শতাংশ জমিতে বিএডিসি’র অন্তর্ভুক্ত আলু বীজ উৎপাদনের জন্য বীজ আলু লাগিয়েছিলেন গত এক মাস আগে। গতকাল সোমবার রাতে কে বা কারা ওই বীজ আলু উঠিয়ে ফেলে ক্ষেতের মধ্যে রেখে দেয়। এ ঘটনার জন্য ওই কৃষক একই গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে ফারুক হোসেনকে সন্দেহ করেন। এ ঘটনায় বিবেকানন্দ থানায় অভিযোগ করার জন্য প্রস্তুতি নেন। থানায় যাওয়ার কথা জানতে পেরে ফারুক ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ফারুক পালিয়ে যান। পরে ফারুক হোসেন উল্টো বিবেকানন্দ দাসের নামে থানায় অভিযোগ করেন।

কৃষক বিবেকানন্দ জানান, আমার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। এর আগেও আমার সেচের মোটর ও চার বস্তা আলু চুরি হয়ে গেছে। গতকাল যে ঘটনা ঘটেছে তার অভিযোগ নিয়ে থানায় যেতে চাইলে ফারুক ধারালো অস্ত্র রাস্তায় অপেক্ষা করে। এতে আমার গোটা পরিবার আতঙ্কিত।

স্থানীয় চেয়ারম্যান এনায়েত হোসেন বলেন, ঘটনাটি শুনে এলাকায় পুলিশ পাঠিয়েছিলাম। এর আগেও ওই এলাকায় লেবুর বাগান, শসা, করলার ও লেবু বাগান কেটে ফেলার ঘটনা ঘটেছে।

থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content

Powered by