রাজশাহী

খাদ্যের সন্ধানে পাঁচবিবিতে লোকালয়ে হনুমান

  প্রতিনিধি ২৮ জুন ২০২১ , ৮:৪১:৫৮ প্রিন্ট সংস্করণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

দিন দিন বন-জঙ্গলের পরিসর সীমিত হয়ে আসায় বন্যপ্রাণীরা প্রায়ই খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বেড়াখাই এলাকায় একটি বড় বটগাছের মগডালে কালো মুখের হনুমান দেখা যায়। হনুমানটি দেখার জন্য সকাল থেকেই বটগাছের নিচে ভিড় করছে এলাকার লোকজন।

উপজেলার বেড়াখাই গ্রামের শাহারিয়ার রহমান শৈশব বলেন, ভোর বেলা ঘুম থেকে উঠেই এলাকায় হনুমান চলে আসার খবর শুনে আমিসহ আশপাশের কয়েক গ্রামের মানুষ বট গাছের নিচে ভিড় করছে। তাছাড়া হনুমানটিকে দেখতে এসে অনেকেই খাবার দিচ্ছে। হনুমানটি শান্ত প্রকৃতির হওয়ায় কারো কোন ক্ষতি করেনি।

উপজেলা বন বিভাগের ফরেস্টার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশিদ বলেন, বিষয়টি আমার জানা নেই। হনুমানটিকে দেখভালের জন্য এই মুহুর্তে লোক পাঠাচ্ছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরমান হোসেন বলেন, হনুমানের গতিবিধির উপর নজরদারি রাখতে উপজেলা বন বিভাগকে অবগত করব।

 

আরও খবর

Sponsered content

Powered by