দেশজুড়ে

খানসামায় কোয়ারেন্টাইনদের পর্যবেক্ষণে ইউএনও

  প্রতিনিধি ২২ এপ্রিল ২০২০ , ৭:৫৮:০৫ প্রিন্ট সংস্করণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনদের পর্যবেক্ষণ করছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ মাহবুব-উল-ইসলাম। স¤প্রতি ঢাকা, গাজীপুর ও নারায়নগঞ্জ হতে প্রায় ৩ শতাধিক ব্যক্তি খানসামায় আগমন করলে প্রশাসন তাদের শিক্ষা প্রতিষ্ঠানে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ প্রদান করেন।
বুধবার সকালে কোয়ারেন্টাইনে থাকাদের পর্যবেক্ষণে নিজেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেয়ে তাদের খোঁজ-খবর নিচ্ছেন। যাদের পরিবারে খাদ্য সংকট রয়েছে তাদের ত্রাণের আওতায় নিয়ে আসেন।
উপজেলা প্রশাসন স‚ত্রে জানা গেছে, স¤প্রতি খানসামা উপজেলায় ঢাকা, নারায়নগঞ্জ ও গাজীপুর সহ বাইরের জেলা হতে প্রায় সাড়ে তিনশত ব্যক্তি এসেছে। তারা ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলামের পরামর্শে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের তত্বাবধানে বিভিন্ন প্রতিষ্ঠানে কোয়ারেন্টাইনে রয়েছে। তারা সঠিকভাবে কোয়ারেন্টাইন মানছেন কি-না তা যাচাই করতে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া হচ্ছে। কঠোর মনিটরিং করা হচ্ছে।
কোয়ারেন্টাইনে থাকা কয়েকজন ব্যক্তি জানান, আমাদের জ্বর, কাশি, বা হাঁচি নেই। তারপরও উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় নিয়ম মেনে শিক্ষা প্রতিষ্ঠানে কোয়ারেন্টাইনে রয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, এই মুহ‚র্তে পুরো জেলা জুড়ে লকডাউন চলছে। তারপরও স¤প্রতি প্রায় তিন শতাধিক ব্যক্তি বাইরের জেলা হতে এসেছে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের বিষয়ে কঠোরভাবে মনিটরিং চালানো হচ্ছে। বাইরে বের হলে বা কোথাও যাওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শামসুদ্দোহা মুকুল জানান, বাইরের জেলা হতে উপজেলায় আগত করোনা উপসর্গ রয়েছে এরকম ১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৯ জনের ফলাফল নেগেটিভ এসেছে। বাকিগুলোর রিপোর্ট দু’একদিনে পাওয়া যাবে। তারপরও সকলকে নিয়ম মেনে চলতে হবে ও বাড়িতে অবস্থান করতে হবে।
 

আরও খবর

Sponsered content

Powered by