দেশজুড়ে

খানসামায় শিক্ষক দম্পতির যমজ মেয়ের সাফল্য 

  প্রতিনিধি ১ জুন ২০২০ , ৭:৪৯:১৯ প্রিন্ট সংস্করণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় এসএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষক দম্পতির যমজ দুই মেয়ে জিপিএ ৫ পেয়ে সাফল্য অর্জন করেছে। তারা দু’বোনেই এর আগে পিএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ ৫ ও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। তারা উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের শুশুলী গ্রামের বাসিন্দা ও পশ্চিম বাসুলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম ও শুশুলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিউটি আক্তারের যমজ মেয়ে সিনথিয়া আক্তার সান ও সাবরিনা আক্তার মুন। তারা দু’জনেই উপজেলার প্রত্যন্ত এলাকার পশ্চিম বাসুলী উচ্চ বিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশগ্রহন করে এ সাফল্য অর্জন করে। এছাড়াও সিনথিয়া আক্তার সান উপজেলা পর্যায়ে মেধা অন্মেষণ প্রতিযোগিতায় ৩ বার শ্রেষ্ঠত্ব অর্জন করে। সিনথিয়া আক্তার সান ও সাবরিনা আক্তার মুনের মামা হোসেনপুর ডিগ্রী কলেজের প্রভাষক জমির উদ্দীন বলেন, তারা ভবিষ্যতে দু’জনেই ডাক্তার হয়ে জনগণের সেবা করতে চায়। তারা সকলের কাছে দোয়া প্রার্থী।
এ বিষয়ে পশ্চিম বাসুলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. রাজ্জাক জানান, তারা দু’বোনেই ছোটবেলা হতেই লেখাপড়ায় খুব মনোযোগী। এছাড়াও তারা জেলা ও উপজেলা পর্যায়ে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, মেধা অন্মেষণসহ বিভিন্ন প্রতিযোগিতা একাধিকবার শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন। উপজেলার প্রত্যন্ত এলাকার এ বিদ্যালয় হতে এবার এসএসসি পরীক্ষায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ৪৮ জন কৃতকার্য হন এবং ৯ জন জিপিএ ৫ অর্জন করেন।
 

আরও খবর

Sponsered content

Powered by