দেশজুড়ে

গভীর শ্রদ্ধায় গৌরীপুরের প্রথম শহীদ ব্রজেন বিশ্বাসকে স্মরন

  প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২২ , ৬:২৫:৩৮ প্রিন্ট সংস্করণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

স্বেচ্ছাসেবী সংগঠন এসো গৌরীপুর গড়ি এর উদ্যোগে ১৯৭১ সনে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার প্রথম শহীদ ব্রজেন বিশ্বাস স্মরনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৩ এপ্রিল) বিকাল ৫ টায় গৌরীপুর পৌর শহরের শহীদ হারুন উদ্যানের শহীদ মিনারে স্মরন সভার আয়োজন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রহিম। অন্যানদের মাঝে বক্তব্য রাখেন এসো গৌরীপুর গড়ি সংগঠনের অন্যতম সদস্য সুমন সরকার, শংকর ঘোষ পিলু, কামাল তালুকদার, শুভঙ্কর ঘোষ মিঠু প্রমুখ। অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, এসো গৌরীপুর গড়ি সংগঠনের অন্যতম সদস্য আনোয়ার হোসেন শাহীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক শেখ বিপ্লব।

সভায় বক্তারা গৌরীপুরের প্রথম শহীদ ব্রজেন বিশ্বাসের নাম শহীদ মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তি ও পরিবারের সদস্যদের রাষ্টীয় মর্যাদা দেয়ার আহবান জানান।

আরও খবর

Sponsered content

Powered by