দেশজুড়ে

গাজীপুরে চেম্বার অব কমার্সের খাদ্যসামগ্রী বিতরণ

  প্রতিনিধি ৮ এপ্রিল ২০২০ , ৬:২৫:৪৮ প্রিন্ট সংস্করণ

গাজীপুর প্রতিনিধিঃ  করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে অঘোষিত লকডাউনে ঘরবন্দি কর্মহীন নিন্ম আয়ের মানুষদের খাদ্যসহায়তা পৌছে দিচ্ছে ব্যবসায়ী সংগঠন গাজীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি। মঙ্গলবার শহরের শান্তিপল্লীতে সংগঠনের কার্যালয়ে সভাপতি মো: আনোয়ার সাদাত সরকার কয়েকজনের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়ে বিতরণ কার্যক্রম শুরু করেন। সুত্র জানায়, বৈশ্বিক মহামারি করোনায় আক্রান্ত ও মৃত্যু বাড়ায় উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় সরকারের নির্দেশনা ও সামাজিক দায়বদ্ধতা থেকে দু:স্থ, অসহায় এবং কর্মহীন মানুষদের  খাদ্যসামগ্রী চাল, ডাল, আলু তেল বিতরণ কর হয়। তালিকা তৈরী করে শহরের আশপাশ এলাকার বাসায় বাসায় গাজীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পক্ষ থেকে এসব খাদ্যসামগ্রী পৌছে দেয়। সামাজিক দূরত্ব নিশ্চিত করে মঙ্গলবার সংগঠনের কর্মীরা প্লাস্টিক ব্যাগে করে এক হাজার পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌছে দেয়। 

গাজীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মো: আনোয়ার সাদাত সরকার জানান, পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী ঘোষিত নির্দেশনায় প্রাথমিক ভাবে দুই হাজার মধ্যবিত্ত কর্মহীন, দু:স্থ, অসহায় এবং নিন্ম আয়ের মানুষদের মাঝে খাদ্যসামগ্রী দেয়ার পদক্ষেপ নিয়েছি। এই কার্যক্রম চলমান থাকবে। রোজায়ও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। 

Powered by