দেশজুড়ে

গাজীপুরে ভাড়াটে আকৃষ্ট করতে নতুন কৌশল

  প্রতিনিধি ২৩ জুলাই ২০২০ , ৭:১৮:২০ প্রিন্ট সংস্করণ

গাজীপুর প্রতিনিধি: বৈশ্বিক মহামারি করোনাকালে বিভিন্ন শ্রেনী পেশার কর্মহীন মানুষরা টিকে থাকতে না পেরে শহর ছেড়ে বাধ্য হয়ে গ্রামের বাড়িতে ফিরেছেন। এতে করে শহরের অনেক বাসা বাড়িতে ঝুলছে টু- লেট কিংবা বাসা ভাড়া হবে সাইনবোর্ড। শহরের যেসব বাসা- বাড়ির মালিকদের আয়ের উৎস একমাত্র বাসা ভাড়া তারা এখন চরম বিপাকে। ভাড়ার টাকায় যাদের সংসার চলে কিংবা ব্যাংক ঋণে নির্মাণ করা বাসার মালিকরা বেকায়দায়। গাজীপুর শহরের বিভিন্ন এলাকায় ছোট- বড় অনেক বাসাই ফাঁকা। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগর ভবন সড়কে ভাড়াটে আকৃষ্ট করতে ‘‘ইন্টারনেট কানেকশন, গৃহস্থালীর ময়লা অপসারণ ও মটরসাইকেল রাখার গ্যারেজ ফ্রি’’ লেখা সাইনবোর্ড টাঙ্গাতে দেখা গেছে। ছবি- মঞ্জুর হোসেন মিলন

আরও খবর

Sponsered content

Powered by