ঢাকা

গোপালগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

  প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:০৬:৩০ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ প্রতিনিধি :

‘থাকবো ভালো, রাখবো ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়ে গড়বো বাংলাদেশ’ এ স্লোগান নিয়ে গোপালগঞ্জে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (০৫ফেব্রুয়ারী) সকালে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্বচ্ছতা সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোহাইমিনুল ইসলাম, গোপালগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায়, গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আশিষ কুমার দাস, জরিপ অফিসার মোঃ জহুরুল হক মোল্যা, গোপালগঞ্জ টিটিসির অধ্যক্ষ এ কে এম শাহিদুল ইসলাম চৌধুরী, টুঙ্গিপাড়া টিটিসির অধ্যক্ষ শাহনাজ পারভীন, জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার এম বদরুজ্জোদা বদর, বিভিন্ন ব্যাংক এর ম্যানেজার সহ সেমিনারে শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার রোধ, বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়ায় মধ্যসত্ত¡ভোগীদের দৌরাত্ম নিরসন, উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস, অভিবাসী কর্মীর অধিকার সুরক্ষা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন। বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন অতিথিরা। তাছাড়া বলেন, জেনে বুঝে, প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশে গেলে, অর্থ-সম্মান দুটোই পাওয়া যাবে। মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বা অন্যের প্রলোভনে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

Powered by