ঢাকা

গোপালগঞ্জে বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে খুশিতে মাতোয়ারা শিক্ষার্থীরা 

  প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৩ , ৪:১৪:৫৮ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ 

বছরের প্রথম দিন সরকার প্রদত্ত বিনামূল্যের পাঠ্যবই হাতে পেয়ে খুশিতে মাতোয়ারা হলো গোপালগঞ্জের শিক্ষার্থীরা।

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্বপক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশের শিক্ষাখাতকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে নিরলসভাবে কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় প্রতিবছর ১ জানুয়ারি দেশব্যাপী বই উৎসব পালন করা হয়ে থাকে।

বই উৎসব-২০২৩ কে কেন্দ্র করে গোপালগঞ্জেও এ উৎসবের বিন্দুমাত্রও কমতি ছিলো না। গোপালগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন শ্রেণির নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়।

আমাদের প্রতিনিধি গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে জানান, উৎসব মুখর পরিবেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের বই উৎসব এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে বই উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, পৌর মেয়র শেখ রকিব হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন প্রমুখ

 

 

 

এছাড়াও গোপালগঞ্জের ঐতিহ্যবাহী এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, বীণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বীণাপাণি সরকারি উচ্চ বিদ্যালয়, শেখ হাসিনা সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, স্বর্ণকলী উচ্চ বিদ্যালয়, শেখ রাসেল স্কুল, যুগশিখা প্রাথমিক বিদ্যালয় ও যুগশিখা উচ্চ বিদ্যালয়, ১০১ নং উত্তর গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় সহ জেলা-উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে দিয়ে বই উৎসব পালন করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by