ঢাকা

গোপালগঞ্জে ১২০ টাকায় পুলিশের চাকরি পেল ৪৫ জন

  প্রতিনিধি ২০ মার্চ ২০২৩ , ৪:০৪:৫১ প্রিন্ট সংস্করণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ 

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে ও বিভিন্ন ধাপে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার মাধ্যমে মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাছাইকৃত ৭ জন নারী এবং ৩৮ জন পুরুষ প্রার্থীকে রোববার (১৯ মার্চ) প্রাথমিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম এর সভাপতিত্বে নিয়োগ বোর্ডটি রোববার জেলা পুলিশের পুলিশ লাইন্সে সন্ধ্যায় চূড়ান্ত ভাবে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন। 

এসময় নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা ও তাদের অভিভাবকবৃন্দ আনন্দে অভিভূত ও আবেগপ্রবণ হয়ে পড়েন। অনেকে এমন স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় একজন পুলিশ সদস্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন- ব্যাপারটি ভেবে কান্নায় অশ্রুসজল হয়ে পড়েন। 

নিয়োগ বোর্ডের সভাপতি ও সদস্যগণ অংশগ্রহনকারী সকল কৃতকার্য প্রার্থীদেরকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের নবাগত পুলিশ সদস্য হিসেবে স্বাগত জানান।

আরও খবর

Sponsered content

Powered by