ঢাকা

গোপালগঞ্জ জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডারে আশা’র ৪০০ কম্বল হস্তান্তর

  প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৩ , ৫:২৮:০৮ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডারে আশা’র ৪০০ কম্বল হস্তান্তর

সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের ত্রাণভান্ডারে ৪০০ পিছ শীতবস্ত্র (কম্বল) দিয়েছেন দেশের স্বনামধন্য বেসরকারি এনজিও প্রতিষ্ঠান আশা।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১০ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলমের পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) আজহারুল ইসলামের নিকট আনুষ্ঠানিকভাবে এ শীতবস্ত্র (কম্বল) হস্তান্তর করেন আশা’র পক্ষে গোপালগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার সমীর রঞ্জন হাওলাদার।

এসময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, সহকারী কমিশনার বাবলী শবনম, আশা গোপালগঞ্জের সিনিয়র রিজিওনাল ম্যানেজার (সদর অঞ্চল) মোঃ মুজিবুর রহমান, সদর-১ এর সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম, সদর-২ এর সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার দিলীপ কুমার বিশ্বাস, গোপালগঞ্জ জেলার এসই মোঃ মুস্তাক মিয়া, সদর-১ ব্রাঞ্চের এস.এবিএম মনোজ বিশ্বাস সহ আশা’র অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by