ঢাকা

গোপালগঞ্জ পৌর নির্বাচনে ভোট কেন্দ্র স্থানান্তরের দাবীতে সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ৩০ মে ২০২২ , ৭:৪৪:৪০ প্রিন্ট সংস্করণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

আগামী ১৫ জুন গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের একটি ভোট কেন্দ্র স্থানান্তরের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন নির্বাচনে অংশ নেওয়া ৬ প্রতিদ্বন্দ্বী প্রার্থী। সোমবার (৩০মে) দুপুর ১২টায় গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রার্থীরা।

সংবাদ সম্মেলনে অংশ নেওয়া প্রার্থীরা হলেন- জোবায়ের ইসলাম ঝন্টু (পানির বোতল), শেখ জগলুল কাদের নয়ন (ব্রীজ), ফুল মিয়া মোল্লা (ডালিম ফল), মো. ইকবাল হোসেন (উট পাখি), মো. শফিকুল ইসলাম (পাঞ্জাবি), মো. চান মিয়া (ঢেঁড়শ)। সংবাদ সম্মেলনে প্রার্থীরা বলেন, গোপালগঞ্জ পৌরসভার নবগঠিত ১নং ওয়ার্ডের ১টি কেন্দ্র হচ্ছে ৩২নং হরিদাসপুর ফকিরপাড়া প্রাথমিক বিদ্যালয়, অন্য কেন্দ্রটি নির্ধারন করেছে ৪০নং লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (গাবতলা)।

কেন্দ্রটি হচ্ছে ১নং ওয়ার্ডের বাহিরে ৭নং ওয়ার্ডে। এ কেন্দ্রটি যদি হরিদাসপুর সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়, ৯৬নং কারারগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয় অথবা এম এ রউফ ফিজিক্যাল কলেজে স্থাপন করলে সকল শ্রেনি-পেশা ও গোষ্ঠীর ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তার যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবীতে এ সংবাদ সম্মেলন করেছেন উক্ত ৬ প্রতিদ্বন্দী প্রার্থী।

উল্লেখ্য, এর আগে চলতি মাসে গত ৯ ও ২২ মে ভোট কেন্দ্রটি স্থানান্তরের দাবীতে ওই ৬ প্রার্থী উক্ত বিষয়ে সম্মিলিতভাবে জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার বরাবরে আবেদন জমা দেওয়া দিয়েও কোন সুরাহা না পেয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় প্রার্থীগণ মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান নির্বাচন কমিশনার ও গোপালগঞ্জ-২ আসনের সাংসদের আশু হস্তক্ষেপ কামনা করেন।

আরও খবর

Sponsered content

Powered by