ময়মনসিংহ

গৌরীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

  প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২২ , ৭:৫৬:২১ প্রিন্ট সংস্করণ

গৌরীপুর(ময়মনসিংহ) প্রতিনিধি:

‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ । আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) দিনটি উপলক্ষে সকালে সারা দেশের ন্যায় ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় তিনদিন ব্যাপী কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
অগ্নিনির্বাপণ ও নানা দুর্যোগে দায়িত্ব পালন করা সংস্থাটি বৃহস্পতিবার (১৭ নভেম্বর) পর্যন্ত তিন দিনের ‘ফায়ার সপ্তাহ-২০২২’ ঘোষণা করেছে। এ সময় ঢাকায় কেন্দ্রীয়ভাবে নানা অনুষ্ঠান ছাড়াও দেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে ফায়ার স্টেশনে সচেতনতামূলক নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গৌরীপুর উপজেলায় সেবা সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। বিশেষ অতিথি ছিলেন গৌরীপুর অফিসার ইন চার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী।
উপজেলা নির্বাহী অফিসার বলেন ফায়ার ফাইটাররাই বাস্তব জীবনের সত্যিকারের সাহসী মানুষ। অগ্নি দুর্ঘটনা রোধে মানুষকে সচেতন করতে আমাদের কাজ করতে হবে।

আরও খবর

Sponsered content

Powered by