দেশজুড়ে

গৌরীপুরে শুরু হয়েছে ৪ দিনব্যাপী ভ্রাম্যমান বইমেলা

  প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২১ , ৮:০৫:৫৩ প্রিন্ট সংস্করণ

 

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ২৯ ডিসেম্বর থেকে শহীদ হারুনপার্ক ময়দানে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজন ৪ দিন ব্যাপী ভ্রাম্যমান বই মেলার আয়োজন করা হয়েছে। আলোকিত মানুষ চাই, বই কিনুন, বই পড়ুন আলোকিত হোন এই স্লোগান কে প্রতিপাদ্য করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় এর সহযোগিতায় সারা দেশে এ বই মেলা কার্যক্রম চলছে।

এই ভ্রাম্যমান বইমেলা সম্পর্কে জানতে চাইলে মেলার অর্গানাইজার মোঃ সোহেল সরকার জানান অনেক ত্যাগ তিতিক্ষা ও আত্মোৎসর্গের ভেতর দিয়ে জন্ম নিয়েছে বাংলাদেশ।

 

 

আজ তার নির্মাণের পর্ব। এই নির্মাণকে অর্থপূর্ণ করে তুলতে হলে আজ আমাদের চাই উচ্চতর, আদর্শবান, মূল্যবোধসম্পন্ন মানুষ যারা জাতীয় জীবনের বিভিন্ন অঙ্গনে নের্তৃত্ব দিয়ে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে পারবে। দেশব্যাপী এইসব আলোকিত মানুষ গড়ার আন্দোলনের অংশ হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্রের বিশেষ উদ্যোগ এই ভ্রাম্যমান বইমেলা।

তিনি আরও বলেন, আমাদের এখানে দেশী-বিদেশী সকল প্রখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত ১০ হাজারের বেশি বিখ্যাত বইয়ের সংগ্রহ রয়েছে। এ সব বই আপনি আপনার পছন্দ ও চাহিদা অনুযায়ী কিনতে পারবেন।

আরও খবর

Sponsered content

Powered by