চট্টগ্রাম

চট্টগ্রামে নকল পণ্য উৎপাদনের দায়ে যুবক গ্রেপ্তার

  প্রতিনিধি ২ নভেম্বর ২০২৩ , ৭:২৬:৪১ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে নকল পণ্য উৎপাদনের দায়ে যুবক গ্রেপ্তার

নকল পন্য উৎপাদন ও বিক্রয়ের অভিযোগে নগরীতে শফিকুল ইসলাম আরিফ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় নগরীর হালিশহরে কৃত্রিম যন্ত্রের সাহায্যে তৈরীকৃত নকল ৪ হাজার ৮শ পিস হলুদ রঙের ডেটল সাবান, ৫ হাজার ২৫০ পিস সাবানের খালী মোড়ক, ১টি পিতলের ডাইস সম্বলিত দেশীয় তৈরি কৃত্রিম যন্ত্র জব্দ করা হয়েছে।

বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঈদগাঁ মাদায্যা পাড়ার একটি টিনশেডের ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মুহাম্মদ আলী হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় মাদায্যা পাড়ায় অভিযান চালানো হয়। এসময় একটি টিনশেডের ঘরে বসে দেশীয় তৈরি কৃত্রিম যন্ত্রের মাধ্যমে নকল ডেটল সাবানসহ শফিকুল ইসলাম আরিফকে গ্রেপ্তার করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by