দেশজুড়ে

চট্টগ্রামে নতুন৭৩ জনের করোনা শনাক্ত

  প্রতিনিধি ৯ আগস্ট ২০২০ , ৭:৫৬:২৭ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে নতুন করে ৭৩ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ৬৫ জন এবং উপজেলাগুলোতে ৮ জন। এ নিয়ে চট্টগ্রামে ১৫ হাজার ০৬৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রাম নগরে ২ জন এবং উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১১৬ টি নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৬ জন এবং উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৮৪ টি নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৩ জন এবং উপজেলায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) গতকাল ৩৫ টি নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৫ জন এবং উপজেলায় কারো করোনা শনাক্ত হয় নি।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে গতকাল ৩০ টি নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১০ জন এবং উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে ইমপেরিয়াল হাসপাতালে গতকাল নমুনা পরীক্ষা হয় নি। শেভরণ ল্যাবে গতকাল ১৫৩ টি নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৩১ জন এবং উপজেলায় কারো করোনা শনাক্ত হয় নি।কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গতকাল চট্টগ্রামের কারো নমুনা পরীক্ষা হয় নি।রবিবার (৯ আগস্ট) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, চট্টগ্রামের ছয় ল্যাব এবং কক্সবাজারে ৪১৮ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৭৩ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১৫০৬৪ জন। এর মধ্যে নগরে ১০৬০৩ জন এবং উপজেলায় ৪৪৬১ জন। উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য : লোহাগাড়া ২, সাতকানিয়া ১, বাঁশখালী ১, চন্দনাইশ ১, স›দ্বীপ ১, মিরসরাই ১ এবং সীতাকুÐ ১ জন। চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ২৪৩ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ১৬৯ এবং উপজেলায় ৭৪ জন। এছাড়া নতুন ৬৯ জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩১৩০ জন।

আরও খবর

Sponsered content

Powered by