চট্টগ্রাম

চট্টগ্রামে ১৫দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

  প্রতিনিধি ৩১ জুলাই ২০২৩ , ৭:২৭:২৯ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রাম নগরীর সিআরবিতে ১৫দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। সোমবার (৩১ জুলাই) বৃক্ষমেলার উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম। “গাছ লাগিয়ে যতœ করি সুস্থ প্রজন্মের দেশ গড়ি“ প্রতিপাদ্যে অনুষ্ঠিতব্য এবারের মেলায় ৭০টি স্টল রয়েছে।

চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাসের সভাপতিত্বে ও চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা এস এম কায়চারের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এম এ মাসুদ, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের মহাব্যবস্থাপক (পূর্ব) মোঃ জাহাঙ্গীর হোসেন, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহাম্মদ ।
মেলায় বন বিভাগ কর্তৃক গত এক বছরে সামাজিক বনায়নের ২ জন উপকারভোগীকে প্রায় ১ কোটি টাকা লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by