আইন-আদালত

৫০লক্ষ বিদেশি মুদ্রাসহ চট্টগ্রাম বিমানবন্দরে যুবক গ্রেপ্তার

  প্রতিনিধি ১২ আগস্ট ২০২৩ , ৬:৪২:৪৩ প্রিন্ট সংস্করণ

৫০লক্ষ বিদেশি মুদ্রাসহ চট্টগ্রাম বিমানবন্দরে যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবন্দরে ৪৬ হাজার ৭৮৭ মার্কিন ডলারের সমপরিমাণ বিদেশি মুদ্রাসহ মো.
সোহেল নামে এক যাত্রী আটক করা হয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই ও শুল্ক গোয়েন্দা সদস্যরা তাকে আটক করে। তিনি রাতে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে শারজাহ যাওয়ার কখা ছিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সোহেল নামের ওই যাত্রী ১ লাখ ৩৬ হাজার ৮৫০ ইউএই দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৩৯ লাখ ৬৮ হাজার টাকা), ৪০০ সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার ৯৬০ টাকা), ২শ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ২৪ হাজার টাকা), ৮ হাজার ৩৫০ ইউএস ডলার (বাংলাদেশি মুদ্রায় ৯ লাখ ৫ হাজার ৯৭৫ টাকা) ও ৬১৮ ওমানি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৬৬ হাজার ৮৬০ টাকা) পাচারের চেষ্টা করেছিল।


শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ বলেন, গোপন সূত্রে জানতে পেরে ওই যাত্রীর ব্যাগ তল্লাশী করে বিপুল পরিমাণে বিদেশি মুদ্রা উদ্ধার করি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫০ লাখ ৭৬ হাজার ৪৪৫ টাকা।

আরও খবর

Sponsered content

Powered by