ভারত

আসামে গো সংরক্ষণ বিল আনছে বিজেপি

  প্রতিনিধি ২৩ মে ২০২১ , ৩:৫৪:১৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

ভারতের আসামের নবনির্বাচিত বিজেপি সরকার গো সংরক্ষণ বিল আনতে চলেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, শনিবার (২২ মে) এই তথ্য নিশ্চিত করেছেন আসামের রাজ্যপাল জগদীশ মুখী। এ বিষয়ে তিনি বলেন, রাজ্য সরকার আগামী বিধানসভা অধিবেশনে গো সংরক্ষণ বিল পেশ করতে পারে।

জগদীশ মুখী জানান, আসামের বাইরে গরু পাচার রুখতে রাজ্য সরকার আগামী বিধানসভা অধিবেশনে গো সংরক্ষণ বিল পেশ করতে পারে। রাজ্যপাল ১৫ তম বিধানসভায় প্রথমবার বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, ‘সাধারণ মানুষ গরুকে পবিত্র মনে করে এবং তার পূজা করে।’ জগদীশ মুখীর দাবি, ‘গরু জীবনদায়ী দুধ দেয়’।

তিনি আরো বলেন, গরুদের সুরক্ষা ব্যবস্থায় আর গরুর প্রতি হিংসাত্মক ঘটনা বরদাস্ত করবে না রাজ্য সরকার। কোনও ব্যক্তি যদি রাজ্যের বাইরে গরু পাচারের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসন।

আসামের বিধানসভা নির্বাচনের আগে বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা দিয়ে বলেছিলেন, বিজেপি আবারও ক্ষমতায় এলে আসামে গো হত্যা বন্ধে ব্যবস্থা নেবেন। তার ধারাবাহিকতায় এই বিল আসতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

আরও খবর

Sponsered content

Powered by