ভারত

একদিনে ৭৫ লাখ মানুষকে টিকা দেয়ার রেকর্ড ভারতে

  প্রতিনিধি ২১ জুন ২০২১ , ৯:৪৮:১২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

সরকারের নতুন টিকাদান নীতি চালুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ৭৫ লাখের বেশি মানুষকে করোনারোধী টিকা দিয়েছে ভারত। দেশটিতে এযাবৎকালে একদিনে সর্বোচ্চ টিকাদানের রেকর্ড এটাই।

এর আগে ভারতে একদিনে সর্বোচ্চ টিকাদানের রেকর্ড হয়েছিল গত ২ এপ্রিল। সেদিন ৪২ লাখ ৬৫ হাজার ১৫৭ জনকে টিকা দিয়েছিল দেশটি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর অনুসারে, সোমবার থেকে ১৮ বছর বয়সোর্ধ্ব সবাইকে বিনামূল্য টিকা দেয়া শুরু করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। পাশাপাশি, টিকাদান কর্মসূচির নিয়ন্ত্রণ রাজ্য সরকারের কাছ থেকে নিজ হাতে তুলে নিয়েছে তারা।

এছাড়া ভারতে উৎপাদিত বিভিন্ন প্রতিষ্ঠানের করোনা টিকার ৭৫ শতাংশ সরাসরি কিনে নেয়ার প্রক্রিয়াও শুরু করেছে কেন্দ্রীয় সরকার। বাকি ২৫ শতাংশ বেসরকারি হাসপাতালগুলো কিনে অর্থের বিনিময়ে টিকাগ্রহণে আগ্রহীদের দিতে পারবে।

 

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, সোমবার সকাল পর্যন্ত দেশটিতে ২৮ কোটি ৩৬ হাজার ৮৯৮ জনকে করোনা টিকা দেয়া হয়েছে।

ব্যাপকহারে টিকাদানের মাধ্যমে করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ ক্রমেই সামলে উঠছে ভারত। সোমবার দীর্ঘ ৮৮ দিনের মধ্যে সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে দেশটিতে, কমেছে মৃত্যুও।

সোমবার সকালের হিসাবে, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ২৫৬ জন, যা প্রায় তিনমাসের মধ্যে সর্বনিম্ন। এ নিয়ে সেখানে ২ কোটি ৯৯ লাখ ৩৪ হাজার ৩৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৪২২ জনের। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮৮ হাজার ১৬৪ জনে।

আরও খবর

Sponsered content

Powered by