রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী আটক

  প্রতিনিধি ২৮ জুলাই ২০২১ , ৫:১৩:৩৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার অভিযোগে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মীকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। বুধবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

মঙ্গলবার (২৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার গ্রাম থেকে তাদের আটক করা হয়। ঝিলিম ইউনিয়ন জামায়াত নেতা কামরুজ্জামানের বাড়ি থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে- এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ অভিযান চালায়।

তিনি আরও জানান, আতাহার এলাকার জামায়াত নেতা কামরুজ্জামানের বাড়ি থেকে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মীকে আটক করা হয়। আটকরা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী।

আরও খবর

Sponsered content

Powered by