দেশজুড়ে

চাটমোহরে বিভিন্ন ব্যক্তি এবং সংগঠণের ত্রাণসামগ্রী বিতরণ

  প্রতিনিধি ১২ এপ্রিল ২০২০ , ৭:৪৮:৪৫ প্রিন্ট সংস্করণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে সরকারি-বেসরকারিভাবে করোনা প্রভাবে কর্মহীন,দরিদ্র অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। চাটমোহর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত ৭ হাজার পরিবারের মধ্যে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। চাটমোহর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আঃ হামিদ মাস্টার ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। নিজস্ব উদ্যোগে তিনি ইতোমধ্যে ১২শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.সাখাওয়াত হোসেন সাখোর নেতৃত্বে ত্রাণ বিতরণ করা হচ্ছে। পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে ইতোমধ্যে এক হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। 
চাটমোহর ব্যবসায়ী সমিতির উদ্যোগে সমিতির সদস্য ক্ষুত্র ব্যবসায়ীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। রবিবার ২য় দফা ৬৬ জনের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ইতোপূর্বে ১ম দফায় ২৬২ জন ক্ষুদ্র ব্যবসায়ীর মধ্যে ত্রাণ দেওয়া হয়। বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিষ্টস সমিতি চাটমোহর উপজেলা শাখার উদ্যোগে তিন শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও ওষুধ বিতরণ করা হয়েছে। সমিতির সভাপতি রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হেলালের নেতৃত্বে নেতৃবৃন্দ রবিবার বাড়ি বাড়ি গিয়ে খাদ্য ও ওষুধ প্রদান করেন। এদিকে চাটমোহর টেকনিক্যাল এন্ড বিএমআই’র অধ্যক্ষ মোঃ আঃ রহিম কালু নিজ উদ্যোগে পৌরসভার বিভিন্ন মহল্লায় রবিবার দেড়শ’ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন। 
 

আরও খবর

Sponsered content

Powered by