রাজশাহী

চারঘাটে ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে নতুন ঘর

  প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২১ , ৫:০৫:০২ প্রিন্ট সংস্করণ

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি :

 

রাজশাহীর চারঘাটের মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে নতুন ঘর। প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্প দুর্যোগ সহনীয় গৃহনির্মাণে গ্রামীণ অবকাঠামো কাবিটা কর্মসূচির আওতায় ভুমিহীন ও গৃহহীন পরিবারদের জন্য সরকারী খাস জমিতে গৃহ নির্মাণের কাজ শেষ পর্যায়ে। উপজেলার চারঘাট ইউনিয়নে ৪টি, নিমপাড়া ইউনিয়নে ৫টি, সরদহ ইউনিয়নে ৪টি ও শলুয়া ইউনিয়নে ২টি ‘ক’ শ্রেণিভুক্ত পরিবারদের পুনর্বাসনের জন্য প্রতিটি পরিবারকে ২ শতাংশ জমি বন্দবস্ত দিয়ে এই জমির উপর পাকা ঘর তৈরি করে দেয়া হচ্ছে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা বলেন, ভুমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ১৫টি আধাপাকা ঘর বরাদ্দ পেয়েছি । নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্মাণকৃত ঘরের চাবি ও বন্দোবস্তকৃত জমির দলিল প্রকৃত ভূমিহীন পরিবারের কাছে হস্তান্তর করা হবে। উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম বলেন, সারা দেশের ন্যায় এই উপজেলায় কেউ গৃহহীন থাকবে না। মুজিব শতবর্ষে গৃহহীনদের মাঝে ঘর প্রদানের মাধ্যমে প্রধানমন্ত্রীর করা নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়িত হচ্ছে।

আরও খবর

Sponsered content

Powered by