রংপুর

চিকিৎসার পাশাপাশি করোনা সচেতনতায় মাঠে দিনাজপুরের চিকিৎসকরা

  প্রতিনিধি ৫ জুলাই ২০২০ , ৭:৫৩:০৭ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি : চিকিৎসার পাশাপাশি করোনার বিরুদ্ধে মাঠে নেমেছে করোনা যোদ্ধা দিনাজপুরের চিকিৎসকরা। সর্বস্তরের মানুষকে সতর্ক করছেন তারা। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির সহযোগিতায় করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর এর উদ্যোগে জনগনকে স্বাস্থ্যবিধির বিষয়গুলো অবগত ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করা হয়েছে। রোববার এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মোড়ে এ সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ ছাড়া সচেতনতামুলক লিফলেট, মাস্ক বিতরণ করা হয়। এ সময় বক্তব্য রাখেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিবেস সরকার, উপাধ্যক্ষ ডা. নাদির হোসেন, সাবেক অধ্যক্ষ ডা. কান্তা রায় রিমি, কলেজের সহযোগি অধ্যাপক ডা. নুরুজ্জামানসহ, ডা. শেখ ফরিদ আহমেদ, ডা. জিল্লুর, ডা. মশিউর রহমান, ডা. জাহানারা বেগম মুন্নি প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by