শিক্ষা

জবিতে স্বৈরাচার প্রতিরোধ দিবস পালন

  প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২১ , ১০:১২:২৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে ১৯৮৩ সালে পুলিশের গুলিতে নিহত শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ও সারাদেশে খুন, ধর্ষণ, শোষণ, নিপীড়ন, রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে ‘অবরুদ্ধ সময়ের গান’-এর আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্র ইউনিয়ন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টা থেকে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে ছাত্র ইউনিয়নের সভাপতি কেএম মুত্তাকীর সভাপতিত্বে এই কর্মসূচি পালন করেন তারা।

এ ব্যাপারে কেএম মুত্তাকী বলেন, ১৯৮৩ সালের এই দিনে মজিদ খান কমিশনের গণবিরোধী শিক্ষানীতি প্রত্যাখ্যান করে সচিবালয় অভিমুখী ছাত্র-জনতার মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন জয়নাল, জাফর, মোজাম্মেল, দিপালী, কাঞ্চনসহ অনেকেই। এই বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং খুন, ধর্ষণ, শোষণ, নিপীড়ন, রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে আমরা স্বৈরাচার প্রতিরোধ দিবস উদযাপন করছি।

জবি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্রাহার জাহিনের সঞ্চালনায় এ সময় বিশ্ববিদ্যালয়ের তিনটি ব্যান্ড গান পরিবেশন করেন।

আরও খবর

Sponsered content

Powered by