দেশজুড়ে

জাককানইবি’তে র‍্যাগিংয়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন

  মো. আরাফাত রহমান: জাককানইবি প্রতিনিধি: ১২ সেপ্টেম্বর ২০২৩ , ৪:১৮:০২ প্রিন্ট সংস্করণ

জাককানইবি'তে র‍্যাগিংয়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাধিক শিক্ষার্থী র‍্যাগিংয়ের শিকার হওয়ার অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির স্বাক্ষরিত একটি অফিস আদেশে বিষয়টি জানানো হয়। 

বিশ্ববিদ্যালয়টির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকারকে আহ্বায়ক করে গঠিত এই তদন্ত কমিটিতে সদস্য-সচিব হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী। সদস্য হিসেবে রয়েছেন পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল মুয়ীদ।

প্রসঙ্গত, এর আগে সোমবার (১১ সেপ্টেম্বর) র‍্যাগিং-এর প্রতিকার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের একজন ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মেহেদী হাসান ও নিলয় মাহমুদ রুবেল ।

আরও খবর

Sponsered content

Powered by