শিক্ষা

জাতীয় পতাকা অবমাননা, জামিন পেলেন সেই ১৯ শিক্ষক-কর্মকর্তা

  প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২১ , ৭:০৩:৫২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অবমাননা মামলায় ১৯ শিক্ষক কর্মকর্তাকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা জানান। দু’পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক ফজলে এলাহী আসামিদের জামিন আবেদন মঞ্জুর করেন।

গত ১৭ ডিসেম্বর ছাত্রলীগ নেতা আরিফ হোসেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মশিউর রহমান ও মাহমুদুর রহমান বাদী হয়ে উপাচার্য ড. নাজমুল আলম কলিমুল্লাহ ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধানসহ ১৮ শিক্ষকসহ উপাচার্যের পিএস আমিনুল ইসলামের বিরুদ্ধে পতাকা বিকৃতির অভিযোগ এনে তাজহাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। ৭ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করেন।

আরও খবর

Sponsered content

Powered by