দেশজুড়ে

‘জীবন্ত পুতুল নাচ’ দর্শক মাতালো! গৌরীপুর সাংস্কৃতিক উৎসবে

  প্রতিনিধি ১০ মার্চ ২০২৪ , ৭:৪৯:১১ প্রিন্ট সংস্করণ

‘জীবন্ত পুতুল নাচ’ দর্শক মাতালো! গৌরীপুর সাংস্কৃতিক উৎসবে

ময়মনসিংহের গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে রোববার (১০মার্চ) সাংস্কৃতিক উৎসবে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর পুতুল নাচ পরিবেশন করে। এছাড়াও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুব আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌস। সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিতি বানু।

সাংস্কৃতিক উৎসবের পুতুল নাচে অংশ নেন অনুরাধা স্নেহা, সামিহা, তিথির তৃণা, শশী, মৌ, রিফাহ তাসনিয়া তরী, কাশফিয়া জাহান তৃপ্তি, বুশরা, দিয়া, তানাজ, রাইমা, মম, তাশমি, সিথি, সুপর্ণা, আরাধ্যা, সামিয়া, রাইমা, বৃন্দা, অপ্সরা, গল্প, প্রিয়া, সায়েবা, অরিন। অপর নৃত্যে অংশ নেয় প্রাক প্রাথমিক শাখার শিক্ষার্থী তাউসিয়া, ইবনাত, মিনহা, আয়েশা, সারা, জারিন, এনি, রোসান, জেসান, প্রিয়সী, তমস্বিনী, ফারিয়া, জান্নাত, নুসাইবা, বন্ধন, ছোয়া, রোজা, আরাফ, সুমাইয়া, অনুশ্রী, তাওসিফ,ফাতেমা, দ্বিপ্নীতা, শায়ন্তী।

আরও খবর

Sponsered content

Powered by