দেশজুড়ে

করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনায় ১৭ জনের নমুনা সংগ্রহ

  প্রতিনিধি ১৪ মে ২০২০ , ৪:৪৬:৫৫ প্রিন্ট সংস্করণ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক পোশাক কর্মীর (৩০) মৃত্যুর ঘটনায় মৃত ব্যক্তিসহ ১৭ জনের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।  বুধবার (১৩ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম হীরা। 

ডা. জাহিদুল ইসলাম বলেন, ১০/১২ দিন আগে নারায়ণগঞ্জ থেকে এলাকায় আসেন ওই যুবক। তার জন্ডিস ও কিডনির সমস্যা ছিল। 

রোববার (১০ মে) তার শ্বাসকষ্ট দেখা দিলে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে আসেন। এ সময় চিকিৎসক ডা. নিত্যরঞ্জন পাল তার শরীরে করোনার উপসর্গ দেখতে পেয়ে বাগবাটি ৩১ শয্যার কোভিড-১৯ হাসপাতালে ভর্তির পরার্মশ দেন। কিন্তু তিনি সেটা না করে বাড়িতেই ছিলেন। মঙ্গলবার (১২ মে) গভীর রাতে তিনি মারা যান। বুধবার দুপুরে তাকে দাফন করা হয়।    

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, ওই পোশাক কর্মীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে মেডিক্যাল টিম পাঠিয়ে মৃত ব্যক্তিসহ তার পরিবার ও দাফনের সঙ্গে সম্পৃক্ত মোট ১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং এদের সবাইকে কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে।                   

আরও খবর

Sponsered content

Powered by