দেশজুড়ে

ঝিনাইগাতীতে ঘরে থাকার আহ্বান জানিয়ে ইউএনও’র ত্রাণ বিতরণ

  প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২০ , ৮:৪৬:৩৩ প্রিন্ট সংস্করণ

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সম্প্রতি দুই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফলে লকডাউন করা হয়েছে ২০টি বাড়ি। প্রাণঘাতী ভয়াবহ ছোঁয়াচে  করোনাভাইরাসের প্রভাব  এ উপজেলায় আর বিস্তার লাভ করতে না পারে, তার জন্য সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে ইউএনও রুবেল মাহমুদ রবিবার রাতে উপজেলার বাকাকুড়া ও নঁওকুচি এলাকায় ঘরবন্দী কর্মহীন অসহায় দেড় শতাধিক মানুষের মাঝে চাল-ডাল ত্রাণ সামগ্রী বিতরণের সময় এ কথা বলেন। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় অতিদরিদ্র, শ্রমজীবী ও যাদের ঘরে খাবার নেই এমন মানুষ খুঁজে রেড় করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাতের বেলায় সামাজিক দুরত্ব নিশ্চিত করে তাদেরকে এ সহায়তা দেওয়া হচ্ছে। খাদ্যসামগ্রী বিতরণের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেদুল হাসান, উপজেলা প্রকৌশলী মো. মোজাম্মেল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মানান ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এবং ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। ইউএনও রুবেল মাহমুদ জানান করোনা মোকাবিলায় উপজেলার ছয় শতাধিক পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রধান কর হয়েছে এ কার্যক্রম অব্যাহত থাকবে এ ভাইরাস প্রতিরোধে ।
 

আরও খবর

Sponsered content

Powered by