ঢাকা

টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

  প্রতিনিধি ১৬ আগস্ট ২০২০ , ৮:৪৩:১১ প্রিন্ট সংস্করণ

টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর মহানগরের টঙ্গীতে,টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস গতকাল শনিবার পালিত হয়েছে। শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, কোরান খতম, দোয়া মাহফিল, গণভোজের আয়োজন করা হয়েছে। টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম.এ হায়দার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ¦ জাহিদ আহসান রাসেল এমপি, মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. আজমত উল্লা খান, গাজীপুর সিটি মেয়র এড. মো: জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, কাজী মো: সেলিম, কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, হাজী মনির, গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আয়শা আক্তার আশা, যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ, কে এম পলাশ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল। আলোচনা সভা বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে ধবংস করার জন্যই ১৯৭৫ এর ১৫ আগস্ট ষড়ষন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। যারা এ হত্যাকান্ডের সাথে জরিত ছিল তারা রাষ্ট্রক্ষমতা দখলের মাধ্যমে আইন করে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করেছিল। কিন্তু বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় এসে বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন। এর মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হয়েছে। এখনও যারা আইনের আওতায় আসেনি, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।

আরও খবর

Sponsered content

Powered by