ঢাকা

টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় মাস্টারপ্ল্যান অনুযায়ী পৌর উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন শীর্ষক পরিচিতি সভা

  প্রতিনিধি ২৬ আগস্ট ২০২১ , ২:২৯:৫০ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় মাস্টারপ্ল্যান অনুযায়ী পৌর উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন শীর্ষক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) কোটালীপাড়া পৌর ভবনের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক আয়োজিত এ পরিচিতি সভায় সভাপতিত্ব করেন কোটালীপাড়া পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ।
স্বাস্থ্যবিধি মেনে এ সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও গোপালগঞ্জ উন্নয়ন প্রকল্পের সমন্বয়ক প্রকৌশলী আঃ কুদ্দুস মন্ডল, গোপালগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সিনিয়র আরবান স্পেশালিস্ট সৈয়দ শাহরিয়ার আমিন, কোটালীপাড়া উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচী, কোটালীপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী, পৌর সচিব, প্রশাসনিক কর্মকর্তা, নগর উন্নয়ন প্রকৌশলী সহ কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
এর আগে গত মঙ্গলবার (২৪ আগস্ট) টুঙ্গিপাড়া পৌর ভবনের সম্মেলন কক্ষে পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলের সভাপতিত্বে একই সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by