চট্টগ্রাম

পল্লি বিদ্যুতের গ্রাহক হয়রানি প্রতিবাদে মানববন্ধন

  প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২৪ , ৩:৫৪:১৬ প্রিন্ট সংস্করণ

পল্লি বিদ্যুতের গ্রাহক হয়রানি প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জনসাধারণের আয়োজনে পল্লি বিদ্যুৎ বোয়ালখালী জোনাল অফিসের গ্রাহক হয়রানি, ঘোষণা বিহীন ঘণ্টার পর ঘণ্টা লোড শেডিং, জনদুর্ভোগ সৃষ্টিসহ নানান অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় বোয়ালখালী উপজেলা সদরে সাংবাদিক কাজী আয়েশা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো চিফ ও বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.লোকমান চৌধুরী।

মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠাতা উদ্যোক্তা সাংবাদিক অধীর বড়ুয়া, সাংবাদিক শাহ আলম বাবলু, ভোরের দর্পণের বোয়ালখালী প্রতিনিধি সাংবাদিক এস এম শাহেদ হোসাইন ছোটন,ইনফো বাংলার বোয়ালখালী প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ আলী রিপন, আলহাজ আলহাজ মছিবুর রহমান বাবুল,আমিরুল ইসলাম জাহিদ,এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. সাইফুদ্দিন, কাঞ্চন চৌধুরী,বোয়ালখালী সিএনজি অটোরিক্সা -অটোটেম্পো-হালকাযান চালক ও মালিক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস,আলী আজম, মো. রুবেল, মো. জামাল, মিল্টন দাশ, দোলন নাথ, বিশ্বজিৎ বড়ুয়া, সমর বড়ুয়া প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বোয়ালখালী পল্লি বিদ্যুৎবোয়ালখালী জোনাল অফিসের গ্রাহক হয়রানি, ঘোষণা বিহীন ঘণ্টার পর ঘণ্টা লোড শেডিং, বিশেষ ব্যক্তিকে খুঁটি সরানোর নামে অবৈধ ফায়দা লুটিয়ে জনদুর্ভোগ সৃষ্টিসহ বিদ্যুৎ অফিসের আওতাধীন চলমান নানান গ্রাহক হয়রানি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর আহ্বান জানান।

এছাড়া উল্লিখিত গ্রাহক হয়রানি থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে অচিরেই গ্রাহকের পক্ষে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

আরও খবর

Sponsered content

Powered by