রংপুর

ঠাকুরগাঁওয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মহিলাকে ছুরিকাঘাত

  প্রতিনিধি ১৭ জুলাই ২০২০ , ৪:০৬:৪০ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁওয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মহিলাকে ছুরিকাঘাত

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও মরিচ রাস্তায় শুকাতে দেওয়াকে কেন্দ্র করে মিনতি সরকার (৩৫) নামে এক মহিলাকে পিটিয়ে ও গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় আলী (৩৯) নামে এক যুবক। বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের আর্টগ্যালারি নামক স্থানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি ছুরি ও একখন্ড কাঠের টুকরো উদ্ধার করে। আহত মহিলা শহরের আর্টগ্যালারি এলাকার বিরেশ সরকারের স্ত্রী ও ঘাতক আলী একই এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন দুপুরে বাড়ির সামনের চলাচলের রাস্তার একপাশে মরিচ ও কাঁঠালের বিচি শুকাতে দেন মিনতি সরকার। এটি দেখতে পেয়ে মুখের ভাষা খারাপ করে গালাগাল দিতে থাকে আলী। এক পর্যায়ে মরিচের মালিক মিনতি বাড়ি থেকে বের হয়ে এসে এর প্রতিবাদ করে। এসময় বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে দুজনেই। এক পর্যায়ে উত্তেজিত হয়ে আলী একটি কাঠের টুকরো দিয়ে বেধড়ক পিটাতে থাকে মিনতিকে। এরই ফাঁকে আলী তার সঙ্গে থাকা একটি ছোট চাকু দিয়ে মিনতির ঘাড়ে ও গলায় বেশ কয়েকটি পোচ বসিয়ে দেয়। এসময় মিনতির আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় ঘাতক আলী। এলাকাবাসি আহত অবস্থায় মিনতিকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মর্তুজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত জব্দ করে। শুক্রবার পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তিতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও খবর

Sponsered content

Powered by