চট্টগ্রাম

তোমাদের হাতে ২০৪১ সালের স্বপ্নের বাংলাদেশ- কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

  প্রতিনিধি ৬ নভেম্বর ২০২২ , ৮:১২:৩৭ প্রিন্ট সংস্করণ

 

আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:

পৃথিবী এখন হাতের মুঠোতেই নয়, এসে পড়েছে আঙ্গুলের ডগায়, এখন আঙ্গুলের ইশারার মাধ্যমে পৃথিবীর কোথায় কি হচ্ছে তা মুহূর্তেই জানা যায়। গত ১০ বছর আগেও আমরা কল্পনা করতে পারি নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে আমেরিকা-অস্ট্রেলিয়ার পরে বাংলাদেশকে দেখতে চাই৷ তোমরা সেই সেই বাংলাদেশের নেতৃত্বের হাল ধরতে হবে বলে ২০২২ সালের বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো.জামাল নাছের এই মন্তব্য করেন।

৩ নভেম্বর বৃহস্পতিবার ইসলামপুর কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের অডিটোরিয়ামে ২০২২ সনের উচ্চমাধ্যমিক পরিক্ষার্থীদের বিদায় ও ০৩ নভেম্বর ১৯৭৫ এ শাহাদাৎ বরণকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, এ.এইচ.এম কামরুজ্জামান এবং অত্র কলেজের প্রতিষ্ঠাতা বুধন্তী ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম ও দাতা সদস্য মরহুম আলহাজ্ব আমেনা বেগমের স্বরণে ৩ নভেম্বর বৃহস্পতিবার দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভা ইসলামপুর কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের অধ্যক্ষ হাফেজ মোঃ শফিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলার নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী আবুল কালাম আজাদ, ইসলামপুর কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হারিছুর রহমান, ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ।

এসময় আরো উপস্থিত ছিল, ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান, আমেনা বেগম দারুল কোরআন দাখিল মাদরাসার সুপারেন্টেন্ট মাওলানা মুখলেসুর রহমান, বুধন্তী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ আলহাজ্ব মোঃ জীতু মিয়া, বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম কামরুল হাসান শান্ত ও প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন কলেজের অভিভাবক সদস্য ইজাজুল ইসলাম রাকিব, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নূর আফজাল প্রমুখ।

আলোচনার শুরুতে কলেজের পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে বরণ, ক্রেস প্রদান এবং বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

পরে জাতীয় সঙ্গীত পরিবেশন ও কোরআন তিলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের আলোচনা সভা শুরু হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ও অত্র কলেজের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধ হারিছুর রহমান, আরো বক্তব্য রাখেন প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ, ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ, শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, অত্র কলেজের সহকারী অধ্যাপক রাহেলা বেগম, স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের উপাধ্যক্ষ মো. জহির উদ্দিন। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন জাকিয়া।

আলোচনা সভা শেষে কলেজের বিদায় শিক্ষার্থীদের মঙ্গল কামনায়, স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব কাজী শফিকুল ইসলাম এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায়, জেলা হত্যা কান্ডে নিহত জাতীয় চার নেতা, জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের রুহের মাগফেরাত কামনাসহ কলেজের প্রতিষ্ঠাতার পিতা সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম ও মাতা মরহুম আলহাজ্ব আমেনা বেগমের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

আরও খবর

Sponsered content

Powered by