বাংলাদেশ

ত্রিপক্ষীয় চুক্তিতে চীনের সঙ্গে যৌথ টিকা উৎপাদন

  প্রতিনিধি ২ আগস্ট ২০২১ , ৭:৩৮:৪০ প্রিন্ট সংস্করণ

পররাষ্ট্রমন্ত্রী, ফাইল ছবি

ভোরের দর্পণ ডেস্কঃ

টিকার যৌথ উৎপাদন শুরুর বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) পাঠিয়েছে চীন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি বা স্বাক্ষরের পর বাংলাদেশ সরকার (স্বাস্থ্য মন্ত্রণালয়), চীনা কোম্পানি সিনোফার্ম ও ইনসেপ্টার ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে দেশে টিকার যৌথ উৎপাদন শুরু হবে।

সোমবার (২ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এসব তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, টিকার যৌথ উৎপাদনে এমওইউ সইয়ে প্রস্তাব দিয়েছে চীন। আমরা প্রস্তাবটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশের ইনসেপ্টা কোম্পানি ও সিনোফার্ম এই টিকার যৌথ উৎপাদন করবে। এমওইউ যত দ্রুত হবে, ততই ভালো।

টিকার যৌথ উৎপাদনের বিষয়ে আর দেরি করা ঠিক হবে না বলে মত দেন মন্ত্রী। তিনি বলেন, ‘এটা যেকোনো মুহূর্তে শুরু না করা গেলে, ডিল করা ঠিক হবে না। এই এগ্রিমেন্ট এতো আহামরি কিছু না। আমি মনে করি, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত এটা যত দ্রুত সম্ভব ডিসক্লোজ করা।’

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং সোমবার (২ আগস্ট) পদ্মায় মোমেনের সঙ্গে সাক্ষাতে আসেন বলেও জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজ চীনের রাষ্ট্রদূত এসেছিলেন। তিনি এসব বিষয়ে আলাপ করেছেন।

রাশিয়ার সঙ্গে টিকার যৌথ উৎপাদনের অগ্রগতি সম্পর্কে মোমেন বলেন, ‘আমরা সবকিছু পাঠিয়েছি। করোনা পরিস্থিতির কারণে সেখানে অনেক লোকজন অফিসে আসে না। এজন্য একটু দেরি হচ্ছে। কিন্তু এটা আমাদের গরজ, আমরা লেগে আছি।’

‘রাশিয়া থেকে কেনা টিকা দেশে কবে আসবে’ -এমন প্রশ্নের জবাবে ড. মোমেন জানান, এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বলতে পারবে।

আরও খবর

Sponsered content

Powered by