দেশজুড়ে

দিনাজপুরে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ

  প্রতিনিধি ২২ মে ২০২০ , ৮:১১:৪১ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি : শুক্রবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সদর উপজেলার ৯০৬টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ৫০০০ হাজার টাকা করে ঈদ উপহার বিতরণ করেন
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এসময় তিনি বলেন, 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে দাওরা আইন সংসদে পাশ করে ও আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন করে একটি যুগান্তকারী প্রদক্ষেপ গ্রহন করেছেন। ইসলাম শিক্ষার প্রসারের জন্য তিনি সকল মাদ্রাসা নতুন ভবন স্থাপন, মাদ্রাসার শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং নানা সুযোগ সুবিধা চালু করেছেন। বাংলাদেশে আজ একসাথে ৫০০ টি মডেল মসজিদ  কাজ নির্মাণাধিন রয়েছে। যার প্রতিটির ব্যয় হবে ১৪ কোটি  থেকে ১৬ কোটি টাকা। তিনি মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা পাঠ্যক্রম চালু করেছেন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাগফুরুল হাসান আব্বাসী, ইউপি চেয়ারম্যান ইসাহাক চৌধুরী, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মো. রফিকুল্লা মাজাহিরি, ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মেহের আলী প্রমুখ। 
এ ছাড়া একই দিন বড়মাঠ মাইক্রো ও কার স্ট্যান্ড কমিটির শ্রমিকদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এ সময় উপস্থিত ছিলেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ এর সহযোগি অধ্যাপক ডা. নুরুজ্জামান, মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাবিব্ব, সাবেক সদর উপজেলা কমান্ডার লোকমান হাকিম, আলহাজ ওস্তাত সাইফুল ইসলাম প্রমুখ। 
 

আরও খবর

Sponsered content

Powered by