রংপুর

দিনাজপুরে করোনা সচেতনতায় আগ্রহ কমছে মানুষের : বাড়ছে আক্রান্তের সংখ্যা

  প্রতিনিধি ১৫ জুলাই ২০২০ , ৫:১৩:০২ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কোভিড-১৯ করোনাভাইরাস সংক্রমণ সম্পর্কে জনগণকে সচেতনতা করতে প্রচার প্রচারনা বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোন ত্রæটি না থাকলেও মহামারি নিয়ে দিনে দিনে আগ্রহ কমছে মানুষের মধ্যে। শহরে যেখানে সেখানে জটলা আর যানজোট দেখলে বোঝার উপায় নেই দেশে মহামারির প্রাদুরভাব চলছে। দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, উপস্থিত শত শত মানুষের কারো মুখে মাস্ক নেই। শিশু বাচ্চা নিয়ে অনেকে কাচারিতে বিভিন্ন কাজে এসেছে এবং গাদাগাদি জটলা তৈরি করছে। কাচারির এলাকার হোটেল চায়ের দোকানগুলোতে সামাজিক দূরত্বের কোন বালাই নেই। বিশ্বব্যপি যেই মহামারির কারনে বিশ্ববাসি নাজেহাল হয়ে গেছে দিনাজপুরের মানুষ যেন তা পাত্তাই দিচ্ছে না। এদিকে দিনাজপুর জেলায় ১ হাজার ছাড়িয়ে গেছে করোনা আক্রান্ত’র সংখ্যা। মৃতের সংখ্যা ১৯ জনে। কোন না কোন দিন চিকিৎসক, সাংবাদিক, পুলিশসহ সর্বস্তরের মানুষ আক্রান্ত হচ্ছে। দেখেও মানুষ পাত্তা দিচ্ছে না সচেতনতায়। একই অবস্থা দিনাজপুর সদরের হাসপাতাল মোড়, জেলরোড, মুন্সিপাড়া, মালদাহপট্টি, চারুবাবুর মোড়, দিনাজপুর বাস টার্মিনাল, বালুয়াডাঙ্গা টেম্পুস্ট্যান্ড ঘুরে দেখা যায়। শহরের চায়ের দোকান আর হোটেল গুলো জমজমাট।
এদিকে শহরের আসা যাওয়ার প্রায় প্রতিটি টেম্পু ইজিবাইকে গাদাগাদি করে যাত্রী বোঝাই করে শহরে ঢুকছে আবার একই ভাবে বেরিয়ে যাচ্ছে। সামাজিক দূরত্বের সরকারি নির্দেশ নির্দিধায় অমান্য করছে। জনগণ সচেতন না হলে সরকারের পক্ষে একা একা এই মহামারি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। মহামারি নিয়ন্ত্রণে প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহŸান জানিয়েছেন দিনাজপুরের সচেতন মহল। এ দিকে দিনাজপুরের বিভিন্ন স্তরের সচেতন মহলের দাবি দিনাজপুর জেলাকে দ্রæত লকডাউন না দেয়া হলে এর পরিমান ভয়াবহ রুপ ধারণ করবে। দিনাজপুরের প্রতিটি মানুষই আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Powered by