রংপুর

দিনাজপুরে পুলিশের জন্য সুরক্ষা সামগ্রী দিল সন্ধানী

  প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২১ , ৯:৫২:৩৪ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি :

কোভিড-১৯ এর প্রকোপ বেড়ে যাওয়ায় দিনাজপুরে সন্ধানী এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ইউনিট ব্যাপক উদ্যোগ হাতে নিয়েছে। দিনাজপুর পুলিশের জন্য করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক, পিপিই সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনের হাতে তুলে দেয় সন্ধানী এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ইউনিট। বুধবার সকালে দিনাজপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার সচিন চাকমা সন্ধানী কেন্দ্রীয় প্রতিনিধি আবু সাঈদ প্রান্ত, সন্ধানী এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি নিরাজ গুপ্ত, সাধারণ সম্পাদক সামিউল হক রিমেলসহ ইউনিটের অনান্য অনান্য নেতৃবৃন্দ। পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, করোনা প্রতিরোধে সন্ধানী কাজ করে যাচ্ছে। করোনা ভাইরাস থেকে রক্ষা করতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সকলকে। করোনা থেকে মুক্ত রাখতে স্বাস্থ্যবিধিই একমাত্র প্রধান পথ।

 

মাস্ক ব্যবহার করতে হবে। অন্যথায় করোনা থেকে মুক্ত রাখা সম্ভব নয়। সচেতনতায় পারে করোনা থেকে মুক্ত রাখতে।

Powered by