রাজশাহী

দীর্ঘ ৬ বছর পর চালু হলো এক্স-রে সেবা

  প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৩ , ৫:০২:২৭ প্রিন্ট সংস্করণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :

দীর্ঘ ৬ বছর পর নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু কার হলো এক্স-রে সেবা।
হাসাপাতাল সূত্রে জানা যায়, পাচ বছর আগে পুরোনো এক্স-রে মেশিনটি বিকল হয়ে পড়লে ইউএনও বরাবর হাসপাতাল কতৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে, ২০২১ সালের ফেব্রæয়ারী মাসে স্থানীয় সরকার ও জাইকার সহযোগিতায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১৬ লাখ ৬৩ হাজার ৪৩ টাকা ব্যায়ে এক্সে-রে মেশিন ক্রয় করা হয়। স্থাপনার জন্য বিভিন্ন সমস্যা থাকায় মেশিনটি হাসপাতালের বারান্দায় প্রায় ১৯ মাস পড়ে থাকার পরে নতুন করে আবার ১১ লাখ টাকা বরাদ্দ করে গত বছরের ১২ সেপ্টেম্বর মেশিনটি হাসপাতালের নির্দিষ্ট কক্ষে বসানো হয়। তবে মেশিনটি স্থাপন করা হলেও যন্ত্রাংশের ঘাটতি থাকায় আরো প্রায় ৪ মাস পর গত সোমবার (০২ জানুয়ারী) থেকে এই সেবা চালু করা হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক বলেন ,মেশিনটি ক্রয়ের ১৯ মাস পর বসানো হলেও ক্রয়কৃত কোম্পানির কাছে লাখ টাকা বাকি থাকায় কোম্পানী মেশিনের একটি যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। তাই মেশিনটি স্থাপতি হলেও কয়েকমাস চালু করা সম্ভব হয়নি। তবে সোমবার বকেয়া অর্থ পরিশোধ করে ঘাটতি যন্ত্রাংশ লাগিয়ে মেশিনটি চালু করা হয়েছে। তিনি আরো বলেন এখন থেকে বুকের এক্স-রের জন্য ৭০ টাকা এবং হাত-পা ভাঙ্গা এসবের জন্য ৫৫ টাকা সরকারি ফি দিয়ে রোগীরা সহজেই এক্স-রে সেবা নিতে পারবে।

 

 

আরও খবর

Sponsered content

Powered by