রাজশাহী

দুপচাঁচিয়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  প্রতিনিধি ২০ এপ্রিল ২০২১ , ৬:১৯:১৮ প্রিন্ট সংস্করণ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :

 

দুপচাঁচিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে ২০২০-২১ অর্থ বছরে খরিফ-১/২০২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক-কৃষাণিদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে কৃষি অফিস চত্বরে এ উপলক্ষে স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহিরের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামনাশিস সরকারের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরিন রুপা, উপজেলা আ.লীগের সভাপতি আমিনুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুল আলম।

আরও খবর

Sponsered content

Powered by