রাজশাহী

দুপচাঁচিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২০ , ৫:০৬:২৯ প্রিন্ট সংস্করণ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :

দুপচাঁচিয়ায় ২০২০-২১ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সহায়তা এবং পেঁয়াজের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে গতকাল রোববার সকালে এ বীজ ও সার বিতরণের প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ ফজলুল হক। উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামনাশিস সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা মামুন হোসেন, সাইফুল ইসলাম, মুনছুর রহমান, সেলিম হোসেন প্রমুখ।

 

Powered by