বাংলাদেশ

দেশে ডেঙ্গুতে আক্রান্ত ১৪ জন

  প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৩ , ৯:২৪:২৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরো ১৪ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আক্রান্তদের মধ্যে চারজন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি ১০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৩৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১৫ জন ঢাকার মধ্যে এবং ২০ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে ঢাকায় ৩১৩ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩৪৫ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে চিকিৎসা শেষে ৬১৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ২৯৩ জন ঢাকার বাসিন্দা। বাকি ৩২২ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।

এছাড়া চলতি বছর ডেঙ্গুতে মোট আটজনের মৃত্যু হয়েছে।

সূত্র : ইউএনবি

আরও খবর

Sponsered content

Powered by