দেশজুড়ে

ধর্মপাশায় বন্ধুর ধারালো দায়ের কোপের আঘাতে বন্ধুর মৃত্যু

  প্রতিনিধি ৩ মে ২০২০ , ৬:০৬:০৬ প্রিন্ট সংস্করণ

হাওরাঞ্চল প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর রংপুরহাটি গ্রামে রবিউল মিয়া(৩২) হাতে ধারালো দায়ের কোপের আঘাতে মিলন মিয়া (৩০) খুন হয়েছেন। শনিবার দিবাগত সাড়ে ১১ টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে রোববার বিকেলে ধর্মপাশা থানায় একটি হত্যা মামলা করেছেন।

এলাকাবাসী ও ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর রংপুরহাটি গ্রামের বাসিন্দা রবিউল মিয়া (৩২)ও একই ইউনিয়নের পাশ্ববর্তী রাজাপুর নয়াহাটি গ্রামের বাসিন্দা মিলন মিয়া (৩০)দুজনই পেশায় দিনমজুর। তাঁদের দুজনের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। দুজনেই বিবাহিত।

শনিবার রাত ১১টার দিকে উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর বাজারে ওই দুজন পাশাপাশি বসে দীর্ঘসময় আড্ডা দিয়ে নিজ নিজ বাড়ি যাওয়ার কথা বলে সেখান থেকে চলে যান। রবিউল নিজ বাড়িতে এসে টয়লেটে যান। সেখান থেকে এসে তিনি মিলন মিয়াকে নিজ বসত ঘরে অস্বাভাবিক অবস্থায় দেখতে পেয়ে প্রচণ্ড রাগান্বিত হন। প্রথমে মিলনকে কিলঘুষি মারেন রবিউল। পরে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে অনুমান রাত সাড়ে ১১টার দিকে রবিউল নিজ বসতঘরে থাকা ধারালো দা দিয়ে মিলনের তলপেটে সজোরে কোপ মারেন। এতে মিলনের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই মিলন মারা যান।

খবর পেয়ে রাত দেড়টার দিকে ধর্মপাশা সার্কেলের এএসপি সুজন সরকারের নেতৃত্বে ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ একদল থানা পুলিশ সেখানে গিয়ে ওই লাশ উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য লাশ সুনামগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের বাবা চাঁন মিয়া বাদী হয়ে রবিউল মিয়া নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরো দুইজনের নামে মামলা করেছেন।

আরও খবর

Sponsered content

Powered by