দেশজুড়ে

‘ধানে বিষ মিশিয়ে’ মারা হলো শতাধিক হাঁস

  প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৩ , ৭:১৫:১৮ প্রিন্ট সংস্করণ

‘ধানে বিষ মিশিয়ে’ মারা হলো শতাধিক হাঁস

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ধানের সঙ্গে বিষ মিশিয়ে শতাধিক হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে।

সোমবার উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের উত্তর বাড়াইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে আবদুল মতিন ও আবদুল আউয়ালের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শাহিনুর ইসলাম।

অভিযোগ থেকে জানা গেছে, সোমবার (২৩ অক্টোবর) এলাকার কয়েকটি পরিবারের পালিত হাঁস ছেড়ে দেওয়া হয়। এর আগেই পুকুরপাড়ে বিষ মেশানো ধান ছিটিয়ে রাখে দুর্বৃত্তরা। সেই ধান খেয়ে শতাধিক হাঁস মারা যায়। হাঁসগুলো গ্রামের লতিফা বেগম, শাহিনুর ইসলাম, মর্জিনা বেগম, সিরাজুল ইসলাম ও নজরুল ইসলামের।

মর্জিনা বেগম বলেন, ‘প্রায় পাঁচ বছর ধরে হাঁস পালন করছি। ডিম ও হাঁস বিক্রি করে সংসার চলে। এগুলো মেরে ফেলার কারণে আজ আমি নিঃস্ব। আমি প্রশাসনের কাছে বিচার চাই।’

অভিযোগকারী শাহিনুর ইসলাম বলেন, অবুঝ প্রাণী হাঁসের সঙ্গে শত্রুতা করা হয়েছে। তারা অনেক বড় ক্ষতি করেছে। এতে আরও অনেক পরিবারের ক্ষতি হয়েছে।

এ বিষয়ে জমির মালিক আবদুল আউয়াল বলেন, পুকুরের পাশের জমিতে হাঁস ক্ষতি করে, কিন্তু এ বিষয়ে কারও সঙ্গে কোনো দিন বাগ্বিতণ্ডাও হয়নি। এ ঘটনায় অন্য কারও হাত থাকতে পারে। সুষ্ঠু তদন্তে বেরিয়ে আসবে আসল ঘটনা। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

হাতীবান্ধা থানার ওসি শাহা আলম বলেন, অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content

Powered by