রাজশাহী

ধামইরহাটে ঢেউটিন দিয়ে পুনর্বাসন করলেন ইউপি চেয়ারম্যান

  প্রতিনিধি ২৮ জুলাই ২০২০ , ৫:৫৮:১৮ প্রিন্ট সংস্করণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে অসহায় বিধবার ঘরে টিন প্রদান করা হয়েছে। নতুন ঢেউটিন পেয়ে ভুক্তভোগী ওই বিধবার চোখ-মুখে খুশির জোয়ার। জানা গেছে, জগদল গ্রামের মৃত মুনির উদ্দিনের স্ত্রী রাহেলা বেগম তার স্বামী জীবদ্দশায় তৈরি করেছিলেন ঘর, স্বামীর স্মৃতি ধরে রাখতে ওই ঘরেই বসবাস করতেন রাহেলা বেওয়া। সাম্প্রতিক বর্ষাকালে ঘন ঘন বৃষ্টিতে খড়ের ছাউনি ও দিয়ে তৈরি করা সেই ঘরটি ভেঙে দেয় প্রকৃতি, অতি বৃষ্টিতে মাটির দেয়াল ভেঙে গেলে বিষয়টি জানতে পেরে ১নং ধামইরহাট ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান তাৎক্ষণিক ভাবে বিধবা রাহেলার খোঁজ নেন এবং মঙ্গলবার সকাল ১০ টায় বাজার থেকে সম্পূর্ণ ঘরের নতুন ঢেউটিন কিনে দেন। এ সময় প্যানেল চেয়ারম্যান এনামুল হক, সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ওবায়দুল ইসলাম, সাংবাদিক হারুন আল রশিদ, আব্দুল্লাহেল বাকী, মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by