দেশজুড়ে

ধামইরহাটে ৪ শতাধিক বাড়ীতে খাবার পৌঁছালেন ইউপি সদস্য 

  প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২০ , ৬:৩৭:৪৮ প্রিন্ট সংস্করণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : প্রাণঘাতি কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। এমন মুহুর্তে ঘরে বন্দি  থাকা কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন ইউপি সদস্য আব্দুস সালাম। জানা গেছে, ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম (ফুল্টু) নিজ ওয়ার্ডের পাশাপাশি পুরো ইউনিয়নের ১৭ গ্রামে কর্মহীনদের তালিকা করে তাদের বাড়ীতে নিজ হাতে পৌঁছে দিয়েছেন খাদ্য সামগ্রী। 
ইউপি আব্দুস সালাম (ফুল্টু) জানান, ধামইরহাট ইউপির অধীন ৯টি ওয়ার্ডের তালিকা তৈরী করেছি এবং মোট ৪২৭ পরিবারের প্রত্যেককে ৩ কেজি ৮শ’ গ্রাম আটা ও ১ কেজি আলু আমি নিজ হাতে কর্মহীনদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। তিনি আরও জানান, প্রথমে ৩৮৭ পরিবারের তালিকা করলেও ২৩ এপ্রিল দুপুর পর্যন্ত ৯ নম্বর ওয়ার্ডভুক্ত জগদল ও ছোট শিবপুর গ্রামো অনেক নি¤œমধ্যবিত্ত যারা কারো কাছে হাত পাততে পারে না, এই শ্রেনির আরও ৪০ পরিবার কষ্টে দিনযাপন করছে এমন খবর পেয়ে তাদেরকেও আকস্মিক তাদের বাড়ীতে গিয়ে খাদ্য সামগ্রী দিয়েছি, প্রয়োজনে সংকট পরিস্থিতে সরকার ও প্রশাসনের আহবানে সাড়া দিতে সর্ব প্রস্তুত থাকবো।

আরও খবর

Sponsered content

Powered by